বিশ্বব্যাপী যুবসমাজকে মাদকমুক্ত জীবনের পথে আহ্বান জানিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) অর্জন করেছে এক অনন্য গৌরব গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বাধিক ৮,৮১৩ জন মানুষ মাদকবিরোধী অঙ্গীকার গ্রহণ করে এই রেকর্ড গড়ে।
এই অসাধারণ উদ্যোগটি ইসকনের দীর্ঘদিনের প্রচেষ্টা সমাজে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সৎ জীবনের পুনর্জাগরণের অংশ হিসেবে গ্রহণ করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে ইসকনের ভক্ত ও অনুসারীরা একযোগে অংশগ্রহণ করে যুবসমাজকে “Say No To Drugs, Say Yes To Krishna Consciousness” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত করেছেন। সত্য সনাতন টিভি
ইসকনের মুখপাত্র জানান, “এই রেকর্ড শুধু সংখ্যার নয়, এটি এক নৈতিক ও আধ্যাত্মিক বিপ্লবের সূচনা। আমরা চাই যুবসমাজ জীবনকে সুন্দর ও ইতিবাচক পথে পরিচালিত করুক।” সত্য সনাতন টিভি
এই উদ্যোগের মাধ্যমে ইসকন প্রমাণ করেছে, ধর্ম ও আধ্যাত্মিকতা কেবল মন্দিরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; এটি সমাজে মানবিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। সত্য সনাতন টিভি
উল্লেখ্য, ইসকন বিশ্বজুড়ে নৈতিক শিক্ষা, যোগ, ভক্তিমূলক সংগীত ও প্রভুপাদের দর্শনের মাধ্যমে মানুষকে মাদক, সহিংসতা ও অবক্ষয়ের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।