চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার বাণী অর্চনা উদযাপন পরিষদের সরস্বতী পূজা উদযাপন কমিটি–২০২৬ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে শর্মিতা দাশ অয়ন্তাকে সভাপতি এবং পার্থ চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আসন্ন সরস্বতী পূজা সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা উৎসবমুখর পরিবেশে উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। সত্য সনাতন টিভি
কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়, ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টা ৩১ মিনিটে মায়ের পূজা শুরু হবে। এরপর সকাল ৯টা ৩১ মিনিটে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। সকাল ১১টা ১ মিনিটে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। দিনশেষে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে সরস্বতী পূজা উদযাপিত হবে।