ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজমণি ভট্টাচার্য্য জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত ঢাকা বিভাগীয় পর্যায়ের রবীন্দ্র সংগীত (খ গ্রুপ) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।
ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের পেছনে ফেলে রাজমণি ভট্টাচার্য্য শ্রেষ্ঠত্ব অর্জন করে। তাঁর কণ্ঠের সাবলীলতা, রাগ-তাল ও ভাবব্যঞ্জনার নিখুঁত প্রকাশ বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।
এই সাফল্যের মাধ্যমে রাজমণি ভট্টাচার্য্য শুধু নিজের প্রতিভার স্বাক্ষরই রাখেননি, বরং নিজ বিদ্যালয় ও ভাঙ্গা উপজেলাকেও গৌরবান্বিত করেছেন। তাঁর অর্জনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী ও স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সত্য সনাতন টিভি
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাজমণির এই সাফল্য অন্য শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহিত করবে। স্থানীয় অভিভাবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।