চট্টগ্রামের ৬৪নং আছাদগঞ্জে অবস্থিত NPS (নতুন প্রভাত সংঘ) এর আয়োজনে এবার ৪র্থ বর্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী সরস্বতী পূজা ১৪৩২ বঙ্গাব্দ। এবারের আয়োজনে পূজার মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে “বিদ্যাদায়িনী মা”, যিনি জ্ঞান, বুদ্ধি, শিক্ষা ও সংস্কৃতির অধিষ্ঠাত্রী দেবী।
এই মহোৎসবকে ঘিরে আয়োজনে থাকবে বর্ণাঢ্য ও আধ্যাত্মিক অনুষ্ঠানমালা। মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি, মাঙ্গলিক আয়োজন, যজ্ঞ, সন্ধ্যা আরতি, দর্পণ বিসর্জন ও নিরঞ্জন শোভাযাত্রা সব মিলিয়ে এক পরিপূর্ণ সাংস্কৃতিক ধর্মীয় পরিবেশে উদযাপিত হবে এই উৎসব।
অনুষ্ঠানসূচি (তারিখ অনুযায়ী):
২১ জানুয়ারি ২০২৬ (বুধবার)
- শঙ্খ ও ঢাকের ছন্দে মা সরস্বতীর বরণ।
২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
- মায়ের অধিবাসের শুভারম্ভ।
২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
- পূজা শুরু।
- মহা হোম যজ্ঞ।
- পুষ্পাঞ্জলি প্রদান।
- সন্ধ্যা আরতি।
২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার)
- দর্পণ বিসর্জন।
- সন্ধ্যার আরতি।
৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
- ঢাক-ঢোলের সঙ্গে বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রা।
স্থান: অভয়মিত্র ঘাট, ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম।
বিশেষ আকর্ষণ:প্রদীপ ঢাকি ও তাঁর দল।
এই মহোৎসব শুধুমাত্র একটি পূজা অনুষ্ঠান নয়, বরং এটি জ্ঞান ও আলোর উৎসব, যেখানে সবার অংশগ্রহণই উৎসবের প্রাণ। শিক্ষার্থীদের মননে সরস্বতী মা’র আর্শীবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজে শান্তি, ঐক্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে আরও মজবুত করার উদ্দেশ্যে এই আয়োজন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে সকল ধর্মপ্রাণ মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজ মা সরস্বতীর আদর্শে অনুপ্রাণিত হবে। একাধারে এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা হিসেবেও ভূমিকা রাখবে।
পূজার সকল আচার্য কর্মধারা পরিচালিত হবে সনাতন ধর্মীয় শাস্ত্র মেনে। মায়ের আরাধনায় অংশগ্রহণের জন্য সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন NPS পূজা উদযাপন পরিষদ।
আয়োজনে: NPS শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ, ১৪৩২ বঙ্গাব্দ
স্থান: NPS পূজাঙ্গন, ৬৪নং আছাদগঞ্জ, চট্টগ্রাম।