ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উচ্ছ্বাসময় সরস্বতী পূজা প্রস্তুতি। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়, যা ঢাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক আনন্দ ও মিলনের দিন।
প্রতিবছর এই দিনে ঢাবির জগন্নাথ হল এক মিলন মেলায় পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে প্রায় ৭০টিরও বেশি মন্ডবে সরস্বতী পূজার আয়োজন করেন। প্রতিটি মন্ডবেই বিদ্যা, জ্ঞান ও শিক্ষার দেবী সরস্বতীকে ভক্তিমূলকভাবে আরাধনা করা হয়।
জগন্নাথ হলের মাঠের চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। হরেক রকম সজ্জা, দেবী প্রতিমার সাজসজ্জা, পূজা সামগ্রী এবং মন্দিরসুলভ আয়োজনের মাধ্যমে ঢাবি চত্বরে প্রতিটি শিক্ষার্থী এই পবিত্র উৎসবকে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করছেন। সত্য সনাতন টিভি
পাঠক, দর্শক এবং শিক্ষার্থীরা সকলেই সরস্বতী পূজাকে শুধু ধর্মীয় আচারই নয়, বরং শিক্ষার উৎসব হিসেবেও দেখছেন। এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে মিলন, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংমিশ্রণ ঘটাচ্ছে।