ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী তিথী রানী জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় গ-গ্রুপে অংশগ্রহণ করে তিথী রানী একযোগে দুটি গুরুত্বপূর্ণ শাখায়—দেশাত্মবোধক সংগীত ও নজরুল সংগীত—ঠাকুরগাঁও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। দুটি বিষয়ে একসঙ্গে প্রথম হওয়া জেলার সংগীতাঙ্গনে এক বিরল কৃতিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
কলেজ সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তিথী রানী সংগীতচর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত। নিয়মিত তালিম, অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনায় সে আজ এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তার কণ্ঠে দেশপ্রেম ও নজরুলীয় চেতনার আবেগপূর্ণ প্রকাশ বিচারকদের দৃষ্টি কেড়েছে।
এই অর্জনের ফলে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তিথী রানী রংপুর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যেখানে সে ঠাকুরগাঁও জেলার প্রতিনিধিত্ব করবে। বিভাগীয় পর্যায়ে ভালো ফল করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ার ব্যাপারে সে দৃঢ় আশাবাদী।
তিথী রানীর এ সাফল্যে পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিথী রানী ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সংগীতাঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখবে।
তিথী রানীর এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় অনুপ্রেরণা জোগাবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।