বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে চট্টগ্রামের মোহরা, কালুরঘাট এলাকায় অবস্থিত এ.কে. খান ইউনিসেফ টেকনিক্যাল স্কুলে একজন হতদরিদ্র ও সদ্য পিতৃহীন কন্যা শিক্ষার্থী তুতুল সেন-কে ৭ম শ্রেণীতে ভর্তি করা হয়েছে।
আজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তুতুল সেনের ভর্তির জন্য ১,৯৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে তুতুল সেনের বাবা পরলোক গমন করেন। পিতৃহীন হয়ে পড়ার পর পরিবারটি চরম আর্থিক সংকটে পড়লে তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
এমন সংকটময় সময়ে বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এগিয়ে এসে তুতুল সেনের শিক্ষাজীবন অব্যাহত রাখার দায়িত্ব গ্রহণ করে। ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ সনাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক সমস্যার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যদি লেখাপড়া করতে সমস্যার সম্মুখীন হয়, তবে তারা যেন অবশ্যই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
সবার সহযোগিতা, ভালোবাসা ও সহানুভূতিতে আগামীতেও শিক্ষা ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে Bangladesh Sanatan Foundation।