প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ১:৫৭ এ.এম
দক্ষিণ বঙ্গের ঐতিহ্য বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজন
সরকারি ব্রজমোহন কলেজে প্রতি বছর সরস্বতী পূজা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয়, যেখানে কলেজের বিভিন্ন বিভাগ, অনুষদ এবং সনাতন বিদ্যার্থী সংঘ মিলে ২৩ থেকে ২৪টি মণ্ডপে পূজা আয়োজন করে, যা শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়, যেখানে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতি বছরের ন্যায় এবছরেও বসন্ত পঞ্চমী উপলক্ষে সরকারি ব্রজমোহন কলেজে কর্তৃক বিভাগ ভিত্তিক সরস্বতী পূজা আয়োজিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে হিসাববিজ্ঞান বিভাগে আগামী ০৯ মাঘ ১৪৩২(বঙ্গাব্দ) ও ২৩ জানুয়ারি ২০২৬(খ্রিস্টাব্দ) তারিখে, শুক্রবার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজা উপলক্ষে হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী সহ সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটি।
কলেজের মূল ভবন মাঠে বিভিন্ন বিভাগ (যেমন - উচ্চ মাধ্যমিক, অনুষদসমূহ) এবং সনাতন বিদ্যার্থী সংসদ আলাদা আলাদাভাবে পূজা আয়োজন করে, যা এক বিশাল পূজামঞ্চে পরিণত হয়।
ব্যাপক অংশগ্রহণ: শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক-শিক্ষিকারা এবং আশেপাশের এলাকার সাধারণ মানুষও এই পূজায় অংশ নেন।ধর্মীয় আবহ: ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে পূজা মণ্ডপগুলোতে এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সাজসজ্জা: প্রতিটি পূজামণ্ডপকে বর্ণিল সাজে সাজানো হয়।
বাণী অর্চনা ও পুষ্পাঞ্জলি: সকাল থেকে ভক্তরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধ্যায় আরতি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতীকী তাৎপর্য: শিক্ষার্থীরা বই, খাতা ও কলম দেবীর চরণে রেখে জ্ঞান ও বিদ্যার জন্য প্রার্থনা করে, যা শেখার আনন্দ ও শিক্ষাকে উৎসর্গ করার প্রতীক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত