দীর্ঘ ২৬ বছরের ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় এবার ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন করতে যাচ্ছে শ্রীমঙ্গলের লালবাগ যুব কিশোর সংঘ। সংগঠনটির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে এবারের পূজায় যুক্ত হচ্ছে এক অনন্য আকর্ষণ এশিয়া মহাদেশে এই প্রথমবারের মতো দেবী সরস্বতীর ষোড়শ (১৬) রূপের আরাধনা।
আয়োজকরা সত্য সনাতন টিভিকে জানান, জ্ঞান, বিদ্যা, শিল্প ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর ১৬টি ভিন্ন রূপের পূজা ও আরাধনা ভক্তদের জন্য এক বিরল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠবে। প্রতিটি রূপে দেবীর স্বতন্ত্র দর্শন, তাৎপর্য ও ভাবধারা শিল্পসম্মতভাবে উপস্থাপন করা হবে, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করবে বলে আশা করছেন তাঁরা। সত্য সনাতন টিভি
আগামী ২৩ জানুয়ারি থেকে এই বিশেষ আয়োজন শুরু হবে শ্রীমঙ্গলের লালবাগ যুব কিশোর সংঘের পূজামণ্ডপে। মণ্ডপটি গোসাই বাড়ি রোডসংলগ্ন লালবাগ আবাসিক এলাকায় অবস্থিত।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজামণ্ডপের নান্দনিক শৈল্পিক নকশা, আধুনিক আলোকসজ্জা ও সামগ্রিক পরিবেশ দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। তাঁরা আশা প্রকাশ করেন, এই ব্যতিক্রমী আয়োজন শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীকে আকর্ষণ করবে।