ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩তম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ, সনাতনী অধিকার আন্দোলন এবং বাংলাদেশ সনাতনী ছাত্র জনতা ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে গত ১২ জানুয়ারী ২০২৬ ইংরেজি বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রামের ঐতিহাসিক জে এম সেন হলে শ্রদ্ধা জানানো হয়।
শুরুতে মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দরা।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৈদিক গীতা পরিষদের সভাপতি পিংকু ভট্টাচার্য, কার্যকরী সাধারণ সম্পাদক বিজয়ী ধর, সনাতনী অধিকার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক পলাশ সেন, বাংলাদেশ সনাতনী ছাত্র জনতা ঐক্য ফোরামের সভাপতি অসীম কুমার দাশ, সনাতনী অধিকার আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
শ্রদ্ধা নিবেদনের সময় বক্তারা বলেন, বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না তাঁরা মৃত্যুঞ্জয়ী। দেশের স্বাধীনতা ও অধিকার রক্ষায় যাঁরা ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময় পর্যন্ত আত্মত্যাগ করেছেন, জাতি তাঁদের কাছে চিরঋণী। সত্য সনাতন টিভি
বক্তারা আরও বলেন, মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি। তাঁদের আত্মত্যাগই স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রেরণা হয়ে থাকবে।