সাত দশকের সংগীত সাধনার পর অবশেষে থেমে গেল এক মহৎ সুরযাত্রা। না ফেরার দেশে পাড়ি জমালেন একাত্তরের কণ্ঠসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীতব্যক্তিত্ব মলয় কুমার গাঙ্গুলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
গত ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সেমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন।
বর্তমানে তাঁর মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী একমাত্র কন্যা দেশে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মলয় কুমার গাঙ্গুলীর জন্ম ১৯৪৪ সালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামে। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর অনুরাগ ছিল প্রবল। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি তিনি ছিলেন কণ্ঠসৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত কণ্ঠ। দেশের জন্য উদ্বুদ্ধকরণে তাঁর কণ্ঠে উচ্চারিত দেশাত্মবোধক গানগুলো মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
মলয় কুমার গাঙ্গুলী কেবল সংগীতজ্ঞ নন, তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাঁর জীবনজুড়ে দেশ, সংগীত ও মানুষের প্রতি ছিল গভীর ভালোবাসা। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
জাতি এই দেশপ্রেমিক সংগীতসাধককে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।