বাংলাদেশের সর্বপ্রথম সনাতনী ব্যান্ড ‘Pranam/প্রণাম’-এর প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট রোমারিও সূত্রধর-এর জন্মদিন আজ। এ উপলক্ষে ভক্ত, শুভানুধ্যায়ী ও সনাতনী সংস্কৃতির অনুসারীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ভক্তি ও রকের ব্যতিক্রমী মেলবন্ধনের মাধ্যমে রোমারিও সূত্রধর ইতিমধ্যে সংগীতাঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর কণ্ঠে আধ্যাত্মিক আবেশের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিবাদ ও শক্তির প্রকাশ, যা শ্রোতাদের হৃদয়ে প্রশান্তির পাশাপাশি আত্মবিশ্বাসও জাগিয়ে তোলে। অনেক শ্রোতার মতে, তাঁর গান কেবল বিনোদন নয়; বরং তা বিশ্বাস, আত্মপরিচয় ও শান্তির বার্তা বহন করে।
সনাতনী দর্শন ও সংস্কৃতিকে আধুনিক সংগীতের ভাষায় তুলে ধরতেই গড়ে ওঠে ব্যান্ড ‘প্রণাম’। এই ব্যান্ডের মাধ্যমে রোমারিও সূত্রধর প্রাচীন ভাবধারা ও সমকালীন রকের সমন্বয় ঘটিয়ে নতুন প্রজন্মের কাছে সনাতনী সংগীতকে আরও গ্রহণযোগ্য করে তুলেছেন। ফলে অল্প সময়েই ‘প্রণাম’ একটি পরিচিত নাম হয়ে উঠেছে। সত্য সনাতন টিভি
সহকর্মী ও ভক্তদের ভাষ্য অনুযায়ী, রোমারিও সূত্রধর একজন মিশুক মানুষ। সংগীতের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক নানা বিষয়ে তিনি সরব। ধর্মীয় বিশ্বাস ও ন্যায়বোধের প্রশ্নে তাঁর কণ্ঠ প্রতিবাদী, যা তাঁকে অনেকের কাছে একজন ধর্মযোদ্ধা ও সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত করেছে।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে তাঁর নাম। ভক্তদের প্রত্যাশা, রোমারিও সূত্রধরের গানের মাধ্যমেই আরও বিস্তৃত হবে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা।
রোমারিও সূত্রধরের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগীতজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।