চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিজনগর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। গতরাত আনুমানিক ১ ঘটিকায় সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহত যুবকের নাম শিবু শীল। তাঁর পিতার নাম সোনারাম শীল এবং মাতার নাম রানী বালা শীল। তিনি কর্ণফুলী উপজেলার শীলপাড়া, ফাজিলহাট এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর প্রথমে নিহত ব্যক্তিকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তীতে এনআইডি ডাটাবেস যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। বর্তমানে নিহত শিবু শীলের মরদেহ চিরিঙ্গা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী নিহতের স্বজনদের দ্রুত চিরিঙ্গা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের কাছে সংবাদটি পৌঁছে দিতে সকলকে বিষয়টি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।