গুজরাটের ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরে প্রথম বিদেশি আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্দির প্রাঙ্গণে বিশেষ মন্ত্রোচ্চারণে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার আয়োজিত এই কর্মসূচি ২০২৬ খ্রিস্টাব্দে মহম্মদ গজনির সোমনাথ আক্রমণের এক সহস্রাব্দ পূর্তি স্মরণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী ধর্মীয় আচার ও মন্ত্রপাঠে অংশগ্রহণ করেন। সত্য সনাতন টিভি
প্রধানমন্ত্রী মোদীকে অনুষ্ঠানে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। মন্দির চত্বরে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত, সাধু-সন্ন্যাসী ও স্থানীয় জনগণের সমাগম ঘটে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রায় ৩ হাজার ড্রোনের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাবলির দৃশ্যায়ন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এছাড়া ১০৮টি ঘোড়ার শৌর্যযাত্রা আয়োজন করা হয়, যা সোমনাথ মন্দির রক্ষায় আত্মত্যাগকারী বীরদের সাহসিকতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।
সোমনাথ মন্দির ভারতের আধ্যাত্মিক চেতনা ও সাংস্কৃতিক উত্তরাধিকারের এক উজ্জ্বল নিদর্শন। দেশ স্বাধীন হওয়ার পর সর্দার বল্লভভাই পটেলের উদ্যোগে মন্দিরটির পুনর্নির্মাণ সম্পন্ন হয় এবং ১৯৫১ সালে তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ এর উদ্বোধন করেন। চলতি বছরের আয়োজনের মাধ্যমে সেই পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিও স্মরণ করা হয়।
অনুষ্ঠানে ভাষণকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,
“সোমনাথ মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি ভারতের অটুট আত্মমর্যাদা, সাহস ও চিরন্তন আত্মবিশ্বাসের প্রতীক।