বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উত্তর জেলা সংসদের অধীনে এবং চট্টগ্রাম জেলা বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সার্বিক সহযোগিতায় ২০২৫ সালের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহতী উদ্যোগে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন সংসদের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিশেষভাবে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের ছাত্রছাত্রীদের, যারা পরীক্ষায় ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশ নেয়। সত্য সনাতন টিভি
শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে শ্রীমদ্ভগবদগীতার শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক জীবনের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পায়। পরীক্ষাটি ছিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তাদের নৈতিক চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি সচেতন প্রয়াস।
ধলই ইউনিয়ন সংসদের শিক্ষক, সংগঠক ও অভিভাবকগণ এই আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সফল আয়োজনে বাগীশিক-এর অঙ্গীকার “ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রসারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ” আরও একধাপ অগ্রসর হলো।