পদ্মাপাড়ের শীতার্ত ও অসহায় সনাতনী জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট, কেন্দ্রীয় কমিটি। সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পুখরিয়া, আরিচা ঘাট এবং ঘিওর উপজেলার তেরশ্রী কেন্দ্রীয় কালীমন্দির এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি শ্রী বিধান বিহারি গোস্বামী ও সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত চক্রবর্তীর নির্দেশক্রমে বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রনি রাজবংশীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অদ্য ০৯ জানুয়ারি শুক্রবার সারাদিনব্যাপী এই মানবিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। সত্য সনাতন টিভি
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের দরিদ্র ও শীতার্ত মানুষদের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র প্রদান করা হয়। এতে শীতার্ত মানুষেরা উপকৃত হন এবং সংগঠনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সহযোদ্ধা এবং মানিকগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় নিয়োজিত সকল সহযোদ্ধাদের প্রতি বাংলাদেশ হিন্দু যুব মহাজোট, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ সকলের নিকট আশীর্বাদ কামনা করে বলেন, ভবিষ্যতেও যেন বাংলাদেশ হিন্দু যুব মহাজোট আরও বেশি সংখ্যক অসহায় ও শীতার্ত সনাতনী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া একান্তভাবে প্রত্যাশা।