পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে নির্মাণাধীন শীল বাড়ি শ্মশান মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন আয়োজকরা। সত্য সনাতন টিভি
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাম সৈনিক ব্লাড ব্যাংক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাগর শীল সুজন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু নেতা রমেশ চন্দ্র শীল, বিপ্লব শীল, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব সৈকত মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য প্রসেনজিৎ শীলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।