বাগেরহাটে সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। মৃদু জকুয়াশার সাথে কনকনে হিমেল হাওয়া বইছে। এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা
জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষগুলো জীবনযাত্রা,বাগেরহাট তাপমাত্রাগড়ে সাধারণত শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৫° সেলসিয়াস
এ সময় বাতাসের আদ্রতা গড়ে ৩৫- ৪৮% এর ভেতর থাকে বলে জানা যায়। চলতি শীত মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তীব্র শীতের কারণে ভোর থেকেই শহরের এবং গ্রামের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড ও চায়ের দোকানের সামনে নিম্ন আয়ের মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। অনেকেই বলেন, শীতের প্রকোপে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।