নওগাঁর মহাদেবপুরে স্থানীয়দের সন্দেহের কারণে ধাওয়া খেয়ে খালে ঝাঁপ দেওয়ার পর মিঠুন সরকার (২৫) নামের এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। সত্য সনাতন টিভি
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাট চকগৌরী এলাকায় স্থানীয়রা মিঠুনকে চোর সন্দেহ করে ধাওয়া করে। আতঙ্কিত যুবক জনতার হাত থেকে বাঁচতে দৌড়ে বাজারের পাশের একটি খালে ঝাঁপ দেন। এরপর তিনি পানিতে নিখোঁজ হন। সত্য সনাতন টিভি
স্থানীয়রা দ্রুত নওহাটা পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ এবং রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে ডুবুরি দল খাল থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা জানিয়েছেন, নিহত যুবক প্রকৃতপক্ষে চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।