কুমিল্লার হোমনা উপজেলায় গভীর রাতে একটি হিন্দু বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। ডাকাতদের হামলায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকার দিকে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়িতে ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ও অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
বাড়ির মালিক অনিতা রানী দাস জানান, ডাকাতেরা ঘরের স্টিলের আলমারি ও কাঠের শোকেস ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপার অলংকার এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় তার কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে গিয়ে কানের অংশ ছিঁড়ে যায় বলে তিনি অভিযোগ করেন। চিৎকার করলে তাকে মারধরও করা হয়।
কাঁদতে কাঁদতে অনিতা রানী দাস বলেন, ডাকাতেরা প্রায় দেড় ঘণ্টা ধরে ঘরের সবকিছু তছনছ করে। চলে যাওয়ার সময় তারা প্রতিবেশী আরও কয়েকটি বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে সবাইকে ঘরে চুপচাপ থাকার নির্দেশ দেয়। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশ গুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ধরনের কোনো ডাকাতির লিখিত অভিযোগ এখনও থানায় জমা পড়েনি।” সত্য সনাতন টিভি
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।