“এসো মোরা ঐক্য গড়ি, ধর্ম–সংস্কৃতি রক্ষা করি”এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আজ ৮৭তম বৈদিক পাঠশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় সহ আইসিটি বিষয়ক সম্পাদক শুভঙ্কর চন্দ্র পাল, চট্টগ্রাম বিভাগীয় প্রচার সম্পাদক আনন্দ শর্মা এবং কুড়িগ্রাম জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি সৌরভ রায়। এছাড়াও লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা হিন্দু ছাত্র মহাসংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লালমনিরহাট জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি নিলয় রায় বলেন, “৮৭তম এই বৈদিক পাঠশালা কেবল একটি ধর্মীয় শিক্ষাকেন্দ্র নয়; এটি আমাদের সনাতনী সংস্কৃতি ও মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। শিক্ষার্থী ও ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মপ্রাণ চেতনার বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন সমাজে সনাতনী আদর্শের চর্চা অব্যাহত রাখতে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি মন্দিরের সম্মানিত ভক্তবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত ও সার্থক করে তোলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈদিক পাঠশালার নতুন পাঠক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও সনাতনী শিক্ষায় সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সুশৃঙ্খল ও সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, লালমনিরহাট জেলা শাখার সকল সদস্য এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি মন্দিরের ভক্তবৃন্দের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের নেতৃবৃন্দ জানান, ধর্ম ও সংস্কৃতির চর্চা জাগ্রত করতে এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনে এ ধরনের বৈদিক পাঠশালার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।