বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় শরীয়তপুরের পালং হরিসভা মন্দিরে এক সমবেত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আয়োজিত এই শোক ও সমবেদনা প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী চৈতন্য সেবা সংঘ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজা ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। "সত্য সনাতন টিভি"
এ সময় পালং হরিসভা মন্দিরের পুরোহিত, সাধারণ ভক্তবৃন্দের উপস্থিতিতে শোক জ্ঞাপন করা হয় এবং দেশনেত্রীর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তী। "সত্য সনাতন টিভি"
প্রার্থনা সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে আয়োজনে অংশগ্রহণকারী সকল সংগঠন, পুরোহিত ও ভক্তবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।