ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী জয় বাবা লোকনাথ সেবা রাজ মন্দিরে অষ্টপ্রহরব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও বার্ষিক ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ১ জানুয়ারি বিকেল চারটায় শ্রীমদ্ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। পরদিন ২ জানুয়ারি ব্রাহ্ম মুহূর্তে শুরু হয় অখণ্ড মহানাম যজ্ঞ। দিনভর চলে ভক্তিমূলক কীর্তন, মহানাম জপ, রাজভোগ অর্পণ ও মহা প্রসাদ বিতরণ। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সত্য নারায়ণ পূজা।
আয়োজক সূত্র জানায়, আজ ৩ জানুয়ারি সকালে ব্রজধুলা গ্রহণ ও মহানাম যজ্ঞ সমাপনের মধ্য দিয়ে এই ধর্মীয় আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।
ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে কোলাপাড়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত, সাধু-সন্ত ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, পরশুরাম উপজেলা শাখা। সংগঠনের নেতাকর্মীরা ভক্তসেবা, শৃঙ্খলা রক্ষা, সার্বিক ব্যবস্থাপনা ও মহা প্রসাদ বিতরণে সক্রিয় ভূমিকা রাখেন। তাঁদের সহযোগিতায় ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে সক্ষম হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকাশ পাল, ফেনী জেলা হিন্দু ছাত্র মহাসংঘের নির্বাহী সভাপতি অর্ন্যা চন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আহ্বায়ক জিশু শর্মা ও স্থানীয় শাখার নেতাকর্মীরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ, মানবকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতেই প্রতি বছর এই ধর্মীয় আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও ভক্তির আবেশে পরিপূর্ণ এই অষ্টপ্রহরব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ভক্তদের মনে গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।