দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৫। তারই ধারাবাহিকতায় ০২ জানুয়ারি শুক্রবার বরিশাল মহানগর পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল কালীবাড়ি রোড সংলগ্ন ধর্মরক্ষিনী সভাগৃহে আয়োজিত প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ছেলে-মেয়েদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠান কে প্রানবন্ত করে তোলে।
শ্রীমদ্ভাগবত পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা শিখা রানী সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু কুমার কর।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুরঞ্জিত দত্ত লিটু, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটি, স্বাগত বক্তা গোপাল চন্দ্র সাহা - সাধারণ সম্পাদক- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগর, সাংগঠনিক সম্পাদক স্বপন কর, দপ্তর সম্পাদক অসিত রায়, সহ কোষাধ্যক্ষ তমাল রায় সহ অসংখ্য প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপিকা সংগীতা সরকার, শিক্ষক বিশ্বনাথ রায় ও শ্রীমদ্ভাগবত পাঠক সোনালী মজুমদার
সভায় সভাপতিত্ব করেন শ্রী ভানু লাল দে, সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল মহানগর।