ময়মনসিংহের ভালুকায় নৃশংসভাবে পিটিয়ে হত্যার শিকার গার্মেন্টস কর্মী দীপু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহত দীপু দাসের পরিবারের হাতে একটি গাভী গরু ও একটি বাছুর তুলে দেওয়া হয়েছে। গাভীটি প্রতিদিন প্রায় ৩ লিটার দুধ দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পরিবারটিকে খাদ্য সামগ্রীও প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দীপু দাসের অকাল মৃত্যু তার পরিবারের জন্য যে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে পরিবারের জীবিকা নির্বাহে কিছুটা সহায়তা ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান আলপনা অধিকারী (জগন্নাথ প্রিয়া) বলেন, “অনেকে প্রশ্ন করেন আমরা কী করি, কেন সব কাজ প্রচার করা হয় না। সব ভালো কাজ প্রচারের জন্যই করতে হয়—এমন কোনো কথা নেই। অনেক কাজ নিভৃতেই করা উচিত। আজ দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সেই মানবিক দায়বদ্ধতারই একটি অংশ।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। "সত্য সনাতন টিভি"
এ মহতী কাজে সহযোগিতা করা সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের আশীর্বাদ কামনা করা হয়, যেন তারা আগামীতেও অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যেতে পারেন।