রাঙ্গুনিয়া থানার দক্ষিণ রাজানগর পশ্চিম নিচিন্তাপুর (ঘাগড়াকুল) ও পশ্চিম পালপাড়া (বোয়ার বাড়ি) এলাকায় দিবাগত রাত ৩ ঘটিকায় কয়েকটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্বৃত্তরা অকটেন বা কেরোসিন ছড়িয়ে আগুন ধরানোর আগে ঘরগুলো বাইরে থেকে বন্ধ করে রাখে।
স্থানীয়রা চিৎকার-চেচামেচি করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অন্য কিছু বাড়িতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও কিছু বাড়িতে আগুন ধরানো সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের সময় সেখানে একটি ব্যানারও টাঙানো ছিল, যাতে বিভিন্ন নেতা ও সাধারণ মানুষের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করা ছিল। "সত্য সনাতন টিভি"
ভুক্তভোগীদের বক্তব্যে জানা গেছে, আগের দিন সন্ধ্যায় গ্রামের কিছু চোর চুরি করতে চেষ্টা করলেও গ্রামবাসীর বাধার কারণে তারা চলে যায়। রাত ১২ ঘটিকায় দিকে অচেনা ব্যক্তির বিচরণ লক্ষ্য করা যায় এবং তারপর রাত ৩টায় আগুন লাগানো হয়।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এই ধরনের ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলার অংশ হতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।