চট্টগ্রামের রাউজান উপজেলায় এক রাজমিস্ত্রী নিখোঁজ হয়েছেন। তার নাম কাঞ্চন দে (বয়স ৩৬ বছর)। তিনি পশ্চিম গুজারা এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ ডিসেম্বর ২০২৫ সকালে কাজের উদ্দেশ্যে শহরে যাবেন বলে বাড়ি থেকে বের হন কাঞ্চন দে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য মেলেনি। "সত্য সনাতন টিভি"
নিখোঁজ ব্যক্তির পিতা সাধন দে ও মাতা রত্না দে। তাদের বাড়ি পশ্চিম গুজারা এলাকায়, গোপাল মল্লিকের বাড়িতে। এ ঘটনায় রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ১৫৮০।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি কাঞ্চন দেকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে ০১৮৩৪৭৯২৭৩২ নম্বরে যোগাযোগ করার জন্য।