বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ শোকাবহ উপলক্ষে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
এমন শোকময় সময় ও বিশেষ পরিস্থিতির কারণে আগামী ১লা জানুয়ারি ২০২৬ খ্রিঃ, রোজ বৃহস্পতিবার, দিনাজপুরের ঐতিহাসিক শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে যে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের জন্য সকলের নিকট বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করেছে এবং শোকের এ সময়ে জাতির সঙ্গে সংহতি প্রকাশ করেছে। আয়োজক ভক্তবৃন্দ জানান,ঘোষণাকৃত অনুষ্ঠানটি যথাসময়ে দায়িত্বশীল ও শ্রদ্ধেয় সিনিয়র ব্যক্তিবর্গের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী সময় বা তারিখ নির্ধারণ করে বিস্তারিতভাবে সকলের জ্ঞাতার্থে জানানো হবে।