দীঘার ইসকন জগন্নাথ মন্দিরে সম্প্রতি একান্তে বসে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে দেখা গেল অভিনেতা বিশ্বনাথ বসুকে। কোনো সিনেমার প্রচার, সামাজিক অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত ভাবেই তিনি মন্দিরে সময় কাটাতে এসেছিলেন।
মন্দির সূত্রে জানা গেছে, বিশ্বনাথ বসু প্রায়শই এখানে আসেন। ভিড় বা প্রচারের আলো এড়িয়ে, শান্ত পরিবেশে তিনি ধ্যান ও জপে মন দেন। এ দিনও তাকে খুব সাধারণ পোশাকে, নিরবচ্ছিন্নভাবে মহামন্ত্র জপ করতে দেখা যায়। উপস্থিত ভক্তদের সঙ্গে স্বল্প কথোপকথনের বাইরে তিনি বিশেষ কোনো আড়ম্বর করেননি।
অভিনয়ের ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিক চর্চাকে গুরুত্ব দেন বিশ্বনাথ বসু। তার ঘনিষ্ঠ মহলের মতে, এই ধরনের নিরিবিলি সময় তাকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করে। দীঘার ইসকন জগন্নাথ মন্দির তার কাছে শুধুই একটি ধর্মীয় স্থান নয়, বরং আত্মিক শান্তির আশ্রয়।
মন্দির কর্তৃপক্ষও জানিয়েছে, অভিনেতা হিসেবে নয়, একজন সাধারণ ভক্ত হিসেবেই বিশ্বনাথ বসু এখানে আসেন। সেই কারণেই তার উপস্থিতি নিয়ে আলাদা কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
চেনা পরিচয়ের বাইরে, একান্ত বিশ্বাস ও সাধনার মুহূর্তে বিশ্বনাথ বসুর এই উপস্থিতি ভক্তদের মধ্যেও শান্ত ও শ্রদ্ধার আবহ তৈরি করেছে।