খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় সনাতনী ধর্মীয় ও সামাজিক সংগঠন ত্রিশুল ধারী সংঘ–এর নামফলক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতনী সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দে। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিউলি বিশ্বাস, পরিমল শীলসহ স্থানীয় সনাতনী সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দিঘীনালার সনাতনী সমাজের ঐক্য ও সামাজিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করতেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সমাজসেবা, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সনাতনী সমাজের পাশে দাঁড়ানোই ত্রিশুল ধারী সংঘের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে শিবু চন্দ্র দে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নামফলক উন্মোচন করেন। আয়োজকেরা জানান, ২০২৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন নয়ন চন্দ্র দাশ, তীর্থ চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, বিজয় দাশ, শিমুল দাশ, আকাশ দাশ ও দীপন দাশ।
কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহুল শীল। সাধারণ সম্পাদক অজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক অমিত মলাকার, অর্থ সম্পাদক সজিব দাশ, দপ্তর সম্পাদক শুভ দাশ, প্রচার সম্পাদক পরশ কুমার খা, সাংস্কৃতিক সম্পাদক রাজ শীল এবং মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করবেন দেবী দে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নতুন সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।