চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ ধামে অবৈধ দোকান ও জায়গা দখলের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেছে সীতাকুণ্ড স্রাইন কমিটি।
স্রাইন কমিটির অভিযোগে বলা হয়েছে, চন্দ্রনাথ পাহাড়ে আরোহনের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অনুমতিহীনভাবে অবৈধ দোকান ও স্থাপনা গড়ে উঠছে। এসব দোকান উচ্ছেদে কমিটি নিজ উদ্যোগে একাধিকবার ব্যবস্থা নিলেও দখলদাররা বারবার একই স্থানে পুনরায় দোকান বসাচ্ছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শুধু উচ্ছেদ নয় যারা অবৈধভাবে জায়গা দখল করে দোকান স্থাপন করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে থানায় দেওয়া দরখাস্তে।
এর আগে এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর অভিযোগ জানানো হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে নির্দেশ দেন। তবে মাঠপর্যায়ে কার্যকর কোনো ব্যবস্থা এখনো দৃশ্যমান নয় বলে অভিযোগ স্থানীয়দের।
স্রাইন কমিটি সূত্রে জানা গেছে, বর্তমানে চন্দ্রনাথ পাহাড়ে আরোহনের পুরো সড়ক ও আশপাশের অনেক জায়গা স্রাইন কমিটির সরাসরি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ফলে দখলদারিত্ব ঠেকাতে গিয়ে কমিটিকে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। "সত্য সনাতন টিভি"
এ বিষয়ে উদ্বেগজনক আরেকটি তথ্য হলো অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্রাইন কমিটির এক তত্ত্বাবধায়ককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নিরাপত্তাহীনতার কারণে পরে তিনি চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবে চন্দ্রনাথ ধামে দখলদারিত্ব দিন দিন বাড়ছে।
এতে একদিকে তীর্থস্থানের পবিত্রতা ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকি।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র চন্দ্রনাথ ধামের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্রাইন কমিটি ও স্থানীয় সচেতন মহল।