নিজস্ব প্রতিবেদক : অংকন দে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ১ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৃম্ময় কান্তি দাস। নির্বাচনে তাঁর প্রতীক নির্ধারিত হয়েছে রকেট।
নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মৃম্ময় কান্তি দাস। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘু অধিকার সংরক্ষণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করছেন।
এ সময় তিনি ফরিদপুর- ১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর- ১ আসনে ইতোমধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা জোরদার করেছেন।