ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম জয় সরকার (২২)। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর (১১ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা এবং শংকর কুমার সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে “Arafatul Ashik” নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলামিক ইতিহাস সংক্রান্ত একটি পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের জয় সরকার ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে অশালীন ও অবমাননাকর ভাষায় মন্তব্য করেন। তার করা ওই মন্তব্যের দুটি স্ক্রিনশট পরে “Loge achi.com” নামের একটি মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। "সত্য সনাতন টিভি"
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফরিদপুর শহরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্ত জয় সরকারকে গ্রেফতার করে।
এ ঘটনায় পরদিন ২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখে মো: সারাফাত আহম্মেদ শুভ (১৯), পিতা- মো: রেজাউল করিম, সাং- বোকাইল, ডাকঘর- বাখুন্ডা, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ফরিদপুর জেলার সকল নাগরিকের পক্ষ থেকে কোতয়ালী থানায় হাজির হয়ে জয় সরকারের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। "সত্য সনাতন টিভি"
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্য সনাতন টিভিকে বিষয়টি নিশ্চিত করে জানান, জয় সরকারের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।