চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা দুটি মন্দিরের মোট পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। "সত্য সনাতন টিভি"
শীতলা মন্দির থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা ও অন্যান্য নিত্যপূজার সামগ্রী। অপরদিকে শিব মন্দির থেকে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল ও ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার ভোরে প্রাতঃদর্শনে গিয়ে তারা মন্দিরের দরজা খোলা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি মন্দির কমিটিকে অবহিত করা হয়। "সত্য সনাতন টিভি"
ঘটনার পর মন্দির কমিটি ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত চোর শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।