নিজস্ব প্রতিবেদক :
দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ শে ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ০৩ ঘটিকায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ও যুব মহাজোট খুলনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এ সময় বক্তারা বলেন, দীপু চন্দ্র দাসের প্রকৃত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের বিচার না হওয়ায় এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটছে, যা সমাজে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। "সত্য সনাতন টিভি"
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খুলনা জেলা শাখার সদস্য সচিব পলক দাস বলেন, “আর কত দীপু এভাবে মিথ্যা অবমাননায় জীবন দেবে? আর কত দীপু জীবন দিলে বাংলার হিন্দুরা স্বাধীনভাবে চলতে পারবে?”
তিনি অবিলম্বে দীপু চন্দ্র দাস হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।