গত ২৫ শে ডিসেম্বর পবিত্র তুলসী পূজন দিবস উপলক্ষে মহামায়া সেবা কল্প বাংলাদেশ (Mahamaya Seva Kalpa Bangladesh)-এর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে তুলসীগাছ রোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়।
উক্ত কর্মসূচির আওতায় রাজশাহীর দুর্গাপুর ও খুলনার কয়রা উপজেলার মোট দুটি মন্দির প্রাঙ্গণে তুলসীগাছ রোপণ করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সনাতন ধর্মীয় ঐতিহ্য রক্ষা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে প্রকৃতির সংযোগকে আরও দৃঢ় করা। "সত্য সনাতন টিভি"
রাজশাহীর দুর্গাপুরে আয়োজিত কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন, শ্রী সুকুমার চন্দ্র (পরিচালক, রাজশাহী) এবং খুলনার কয়রায় আয়োজিত কর্মসূচির দায়িত্বে ছিলেন শ্রী অর্ঘ্য কুমার বৈদ্য (পরিচালক, খুলনা)।
স্থানীয় ভক্তবৃন্দ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে তুলসী পূজা ও রোপণ কার্যক্রম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মহামায়া সেবা কল্প বাংলাদেশ বিশ্বাস করে ধর্মীয় চেতনা, মানবসেবা ও পরিবেশ রক্ষার সমন্বয়ই একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের মূল ভিত্তি।