খুলনা জেলার তেরখাদা থানার ঐতিহ্যবাহী সাচিয়াদাহ গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১১তম মহানাম যজ্ঞ অনুষ্ঠান। দেশ মাতৃকা ও সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত এই মহানাম যজ্ঞে ৩২ প্রহর ব্যাপী অখণ্ড নামযজ্ঞ অনুষ্ঠিত হয়।
এই মহতী ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১০ লক্ষ ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। যজ্ঞ চলাকালীন সময়জুড়ে সকল ভক্তদের জন্য সর্বক্ষণিক প্রসাদের সুব্যবস্থা রাখা হয়, যা উপস্থিত সকলের মধ্যে গভীর তৃপ্তি ও আনন্দের সঞ্চার করে। "সত্য সনাতন টিভি"
নাম যজ্ঞ কমিটিথে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাবু সঞ্জয় বালা। সহ-সভাপতি ছিলেন বাবু রিংকু বালা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন বাবু মিঠুন বিশ্বাস। এছাড়াও মন্দির কমিটির সভাপতি ছিলেন বাবু অপূর্ব ঘরামী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাবু নিশিকান্ত বিশ্বাস।
উক্ত মহানাম যজ্ঞ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন বাবু সুশান্ত কুমার অধিকারী ও বাবু টিঙ্কু বালা। পাশাপাশি সাচিয়াদাহ গ্রামের সর্বস্তরের এলাকাবাসী এই ধর্মীয় আয়োজনকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখেন। সত্য সনাতন টিভি
এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।