দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৯ একর জমির চিনিগুড়া ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে দুই কৃষক সর্বস্ব হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের মহুগা গ্রামের সাহা পাড়ায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রী মহেন্দ্র নাথ রায় ও তাঁর ভাতিজা পলাশ চন্দ্র রায়ের মালিকানাধীন ধানের টাইলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষক মহেন্দ্র নাথ রায় বলেন, ‘এই ধানই ছিল আমাদের পরিবারের বছরের ভরসা। কাটার আগমুহূর্তে সব পুড়ে গেল। এখন কীভাবে সংসার চলবে জানি না।’ তাঁর ভাতিজা পলাশ চন্দ্র রায় বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।’ "সত্য সনাতন টিভি"
স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের লেলিহান শিখায় অল্প সময়ের মধ্যেই পুরো ক্ষেত আগুনে পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ভক্তি রঞ্জন রায় (পিন্টু) বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক ঘটনা। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া জরুরি।’ "সত্য সনাতন টিভি"
এ বিষয়ে বীরগঞ্জ থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ঘটনাটি তাঁদের নজরে এসেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।