বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখার পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় বসবাসরত এক প্রতিবন্ধী ছেলের মায়ের জন্য এক মাসের প্রয়োজনীয় বাজার সামগ্রী প্রদান করা হয়েছে।
জানা যায়, উক্ত পরিবারে তিন ভাই-বোন ছিলেন। এক ভাই ও এক বোন প্রতিবন্ধী। প্রতিবন্ধী বোনের ইতোমধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। পরিবারের যে একমাত্র ভাই সুস্থ ছিলেন এবং সংসারের সকল দায়িত্ব বহন করতেন, তিনি গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ভাইয়ের অকাল মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়ে।
বর্তমানে মা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে দিনযাপন করছেন। সংসার পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এই মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখা পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে এবং এক মাসের বাজার সামগ্রী প্রদান করে। "সত্য সনাতন টিভি"
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ও সহযোগিতা করেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আকাশ পাল, নির্বাহী সভাপতি অর্না চন্দ অনন্যা, সাধারণ সম্পাদক দুর্জয় পাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন আকাশ দাস অন্তু, শুভ দাস, তন্ময় শর্মা, সৌরভ দে ও সুশান্ত দাস।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।