বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি সম্প্রতি ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত বনতারা ওয়াইল্ডলাইফ কনজারভেশন সেন্টার পরিদর্শন করেছেন। শিল্পপতি অনন্ত আম্বানির উদ্যোগে গড়ে ওঠা এই বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রে মেসিকে আতিথ্য দেওয়া হয়।
পরিদর্শনকালে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন ফুটবল তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। সফরের অংশ হিসেবে তাঁরা ভান্তরার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। আধুনিক বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার পাশাপাশি প্রাচীন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সম্মিলন বনতারা'র অন্যতম বৈশিষ্ট্য বলে জানান আয়োজকেরা। "সত্য সনাতন টিভি"
সফরের এক হৃদয়স্পর্শী মুহূর্তে লিওনেল মেসিকে বনতারা প্রাঙ্গণে অবস্থিত হনুমান মন্দিরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। তিনি ভগবান হনুমানের চরণে মাথা নত করে প্রণাম করেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। "সত্য সনাতন টিভি"
ফুটবল মাঠে সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও বিনয়ী আচরণ ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মেসি বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে নতুন করে জায়গা করে নেন। আয়োজকদের মতে, তাঁর এই সফর কেবল একটি আনুষ্ঠানিক পরিদর্শন নয়, বরং মানবিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার একটি বার্তাও বহন করে।