বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মহাসচিব দিলীপ কুমার দাসের পিতা শ্রী হরিপদ দাস আর নেই। তিনি গতকাল ১৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি সোমবার রাত অনুমানিক ১১ ঘটিকায় শেষনিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্রী হরিপদ দাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। " সত্য সনাতন টিভি"
এদিকে শ্রী হরিপদ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এক শোকবার্তায় দলটির পক্ষ থেকে বলা হয়, প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও মোক্ষ কামনা করা হচ্ছে। পাশাপাশি এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শোকবার্তায় আরও বলা হয়, এই দুঃসময়ে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছেন এবং তাঁদের প্রতি আন্তরিক প্রার্থনা জ্ঞাপন করছেন।