মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। "সত্য সনাতন টিভি"
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সংহতি অপরিহার্য।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।