পিরোজপুরে পূজা সিকদার নামে এক শিক্ষার্থীর ধর্মান্তরিত হয়ে বিবাহের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। পূজা সিকদার, বর্তমানে যার নাম ইরা অহিদ, সম্প্রতি নোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তর ও বিবাহ-সংক্রান্ত একটি এফিডেভিট সম্পন্ন করেন।
এফিডেভিটে উল্লেখ রয়েছে ইরা অহিদ (পূর্বনাম পূজা সিকদার), পিতা দেবদাস সিকদার ও মাতা শেফালী সিকদারের কন্যা। ঠিকানা নন্দিপাড়া, পিরোজপুর সদর। জন্ম তারিখ হিসেবে ০১ জানুয়ারি ২০০৭ উল্লেখ আছে। তিনি জন্মসূত্রে সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।
তিনি আরও জানান, তিনি সাবালিকা এবং নিজের ভবিষ্যৎ ও সিদ্ধান্ত সম্পর্কে সচেতন। তবে তাঁর এফিডেভিটে উল্লিখিত জন্মতারিখ অনুযায়ী ধর্মান্তর ও বিবাহের সময় তাঁর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। "সত্য সনাতন টিভি"
অন্যদিকে যাঁকে তিনি বিয়ে করেছেন তার নাম অহিদুল ইসলাম তার জন্মতারিখ ০১ ডিসেম্বর ২০০১। পিতা আবদুস সালাম ও মাতা ফাতেমা বেগমের ছেলে তিনি। নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী হিসেবে উল্লেখ রয়েছে।
এফিডেভিটটি ১ই ডিসেম্বর ২০২৫ ইংরেজি সোমবার পিরোজপুরের প্রথম শ্রেণির বিচারিক হাকিম জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে নথিভুক্ত হয় বলে দলিলে উল্লেখ আছে। "সত্য সনাতন টিভি"
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পূজা সিকদারের বয়স, তাঁর প্রকৃত শিক্ষাগত অবস্থা এবং ধর্মান্তর প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট পরিবার বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।