চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নেফ্রোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. তুহিন শুভ্র। সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।
ডা. তুহিন শুভ্র দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে নেফ্রোলজি বিভাগে রোগীদের সেবাদানে দায়িত্ব পালন করছেন। সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ তাঁর কর্মজীবনের সাফল্যকে আরও সুদৃঢ় করল বলে সহকর্মীরা মনে করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে কিডনি রোগের চিকিৎসা, গবেষণা ও রোগীসেবায় বিভাগটি আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।
সহকর্মী চিকিৎসক, শিক্ষার্থী ও রোগীর স্বজনদের পক্ষ থেকে ডা. তুহিন শুভ্রকে অভিনন্দন জানানো হয়েছে।