সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা ও কয়েকটি হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে একযোগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে সংখ্যালঘু ঐক্যমঞ্চ। আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। আয়োজকদের ভাষ্য, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে জনগণের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি তুলে ধরতেই এই উদ্যোগ। "সত্য সনাতন টিভি"
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়, সিরাজগঞ্জের সালনায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, এবং নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ী প্রান্ততোষ কর্মকার হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। এসব ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। "সত্য সনাতন টিভি"
সংগঠনটির নেতারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরি এবং নিরাপদ সহাবস্থানের দাবি তুলে ধরতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁদের দাবি, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঘটে চলা হামলা, ভাঙচুর ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
আয়োজকেরা শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।