চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জেলেপাড়ার গৃহবধূ রিতা রানি দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রিতা রানির বাবার বাড়ি একই উপজেলার মগধরা ইউনিয়নের আমতলীতে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিতা রানির মোবাইল ফোনে ঢাকার এক মেয়ের সাথে পরিচয় হয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই মেয়েটি গত ৩ ডিসেম্বর সন্দ্বীপে আসে এবং রিতা রানির শশুরবাড়ি গাছুয়াতে দু’দিন অবস্থান করে।
আজ সকাল ৮টার দিকে রিতা রানি ওই মেয়েটিকে নিয়ে শশুরবাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি জানান তারা বাবার বাড়ি মগধরায় যাচ্ছেন। কিন্তু পরে জানা যায়, তারা বাবার বাড়িতেও যাননি। একই সঙ্গে দুই জনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। "সত্য সনাতন টিভি"
পরিবার ও স্বজনেরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়ে পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে।
নিখোঁজ রিতা রানির খোঁজ পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।