রাঙামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে চন্দ্রঘোনাগামী চট্টগ্রাম মেট্রো–জ ০৪–০০৬২ নাম্বারযুক্ত একটি বাস ফরেস্ট অফিস সংলগ্নে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে গেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বাঙ্গালহালিয়া বাজারের উত্তর পাশে ফরেস্ট অফিস সংলগ্ন ডাকবাংলা পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে বাসটিতে থাকা তিন জন যাত্রীর মধ্যে,একজন যাত্রী সামান্য আহত হলেও বাকিরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার পর থেকে গাড়ি চালক ও হেলপার পলাতক রয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা,মো জসিম বলেন, “রাস্তার এই অংশটিতে ঢাল রয়েছে। এখানে গতিসীমা না মানই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি খুব ভয়াবহ হতে পারত,আল্লাহর রহমতে বাসে থাকা যাত্রীরা প্রাণে বেঁচে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস জানান,খবর পেয়ে ঘটনাস্থলে তিনি উপস্থিত হয়েছেন। এই ঘটনায় বাসে থাকা নিশান মারমা নামের এক যাত্রী সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ভাগ্যবশত বাসটিতে যাত্রী কম থাকায় সকলে প্রাণে রক্ষা পেয়েছে। তবে বাসটির চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।
চন্দ্রঘোনা থানার চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান,দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।