নিজস্ব প্রতিবেদক :
আজ ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌরব কুমার দাস-কে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে প্রতিষ্ঠানটির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কারও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বলাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চ্যাটিং বা মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় এই বিতর্ক। প্রাথমিকভাবে এক পক্ষ হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করলে, গৌরব পাল্টা মন্তব্য করেন বলে জানা যায়। এর জের ধরেই তাকে ‘ইসলাম ধর্ম অবমাননার’ অভিযোগে অভিযুক্ত করা হয়। "সত্য সনাতন টিভি"
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়ভাবে ‘তৌহিদী জনতা’ নামে পরিচিত একটি গোষ্ঠী গৌরব কুমার দাস এর বিরুদ্ধে আন্দোলনে নামে। অভিযোগ রয়েছে, তারা গৌরবের উপর হামলা চালায় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।
এরপর প্রশাসনের সিদ্ধান্তে গৌরবকে একাডেমিকভাবে বহিষ্কার করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। "সত্য সনাতন টিভি"
শিক্ষার্থী মহল বলছে, “বিষয়টি যথাযথভাবে যাচাই না করেই” এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকেই এটিকে ‘একতরফা সিদ্ধান্ত’ বলে দাবি করছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ বা জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
ভুক্তভোগী গৌরব কুমার দাসকে তার সহপাঠীরা সহজ-সরল ও নিরীহ প্রকৃতির ছাত্র বলে জানিয়েছেন। সত্য সনাতন টিভি