চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শামসুন নাহার হল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন শ্রীমতি পিংকি রাণী। তিনি ছাত্রসমাজের মধ্যে সুশৃঙ্খল নেতৃত্ব, নারী নেতৃত্বের বিকাশ ও ইতিবাচক ক্যাম্পাস রাজনীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।
পিংকি রাণীর নির্বাচিত হওয়ায় সহপাঠী, শিক্ষক ও বন্ধু মহলে আনন্দের জোয়ার বইছে। সবাই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর সহপাঠীরা জানান, দায়িত্বশীল, মেধাবী ও পরিশ্রমী এই শিক্ষার্থী সবসময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে এসেছেন।
নির্বাচনে জয় লাভের পর প্রতিক্রিয়ায় পিংকি রাণী বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং শামসুন নাহার হলের প্রতিটি ছাত্রী ও নারী শিক্ষার্থীর সাফল্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা আশা প্রকাশ করেছেন যে, পিংকি রাণীর নেতৃত্বে ছাত্রসংসদে আরও দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে উঠবে। সত্য সনাতন টিভি