চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া শ্রীশ্রী মা মঙ্গলচণ্ডী ও মণ্ডপাধ্য বাড়ি প্রাঙ্গণে আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী শ্রীশ্রী শ্যামা পূজা ও উৎসব ২০২৫।
কানুনগোপাড়া শ্রীশ্রী শ্যামা সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই মহোৎসব।
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২০ অক্টোবর ২০২৫ (সোমবার) সন্ধ্যা ৬টা: সন্ধ্যা আরতি,রাত ১২টা: শ্রীশ্রী শ্যামা পূজা। ৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২১ অক্টোবর ২০২৫ (মঙ্গলবার), বিকাল ৫টা: ধর্মীয় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টা: সন্ধ্যা আরতি। ৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২২ অক্টোবর ২০২৫ (বুধবার), দুপুর ২টা: অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টা: সন্ধ্যা ধুনুচি নৃত্য, রাত ১০টা: মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। "সত্য সনাতন টিভি"
পূজাকে ঘিরে এলাকাজুড়ে ইতিমধ্যে সাজসজ্জার প্রস্তুতি চলছে। মন্দির চত্বরে আলোকসজ্জা, প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ পর্যায়ে।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, সকল ধর্মপ্রাণ মানুষকে উৎসবে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।